মাগুরায় বাস চাপায় মটরসাইকেল আরোহীসহ নিহত ২ 

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪০ এএম

মাগুরা সদর হাসপাতালের সামনের মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মটরসাইকেল আরোহী এবং এক পথচারী মহিলা নিহত হয়েছে। এ সময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা তিনটি এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের মইন উদ্দিনের ছেলে মটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪৫) এবং ভায়না গ্রামের ভিক্ষুক রোকেয়া খাতুন (৬০)। নিহত আনোয়ার মাগুরা দৃষ্টি প্রেসের মালিক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, রোববার দুপুর দুইটার দিকে হাসপাতালের সামনে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন নামের এক মটরসাইকেল আরোহী এবং রোকেয়া খাতুন নামের এক পথচারী ভিক্ষুক মহিলা নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।  

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW