ডিমলায় বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী আটক 

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) :  : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৪ এএম

নীলফামারীর ডিমলায় ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশী পিস্তসহ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে একজন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-১৩।

সোমবার দুপুরে র‌্যাব-১৩ সিপিসি-২ এর গোয়েন্দা তৎপরতায় তাকে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। সে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমান ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ রংপুর অঞ্চলের অধিনায়ক আরাফাত ইসলাম জানান তরিকুল ওরফে পিচ্চি লিটন একজন বাসচালক তার কাছে থাকা অস্ত্রটি বিভিন্ন ছিনতাই, নাশকতার কাজে ভাড়ায় ব্যবহার করা হত এবং নিজেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে ব্যাবহার করত।

তরিকুলের নামে অস্ত্র আইনে ডিমলা থানায় মামলা করা হয়েছে। এবং এই ব্যবসায় আরো কারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW