মাগুরায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) : : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৯ এএম

মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ডের সৈকত আবাসিক হোটেল থেকে তারা বিস্কুট কোম্পানির এজিএম ইব্রাহিম উদ্দিনের (৪৭) লাশ উদ্ধার করেছে মাগুরা থানা পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, মঙ্গলবার সৈকত হোটেল থেকে একটি ফোন পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের উপস্থিতিতে দুপুরে হোটেলের ২৪ নম্বর রুমের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিক ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের পুত্র। 

সে ব্রাহ্মণবাড়িয়ার তারা বিস্কুট কোম্পানির এজিএম হিসেবে কর্মরত ছিলেন। সে গতকাল রাত দশটার দিকে হোটেলে রুম নেয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW