সেনবাগের গোরকাটা বহুমুখি সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫০ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকাটা বহুমুখি সমবায় সমিতি লিমিটেড (নোয়া-১০) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সোমাবার অনুষ্ঠত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ জালাল ও সম্পাদক আবদুল ওহাব। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ শাহ জালাল ছাতা প্রতিক নিয়ে  ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবদুর রব পেয়েছে চেয়ার প্রতিক নিয়ে ১০০ ভোট পেয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল ওহাব মোরগ মার্কা প্রতিক নিয়ে ১৪৮ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুউদ্দিন আহমেদ গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ২৩ ভোট।  এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আব্বাস উদ্দিন ও সদস্য পদে নির্বাচিত হয়েছে আবদুল মান্নান, হুমায়ুন কবির, গোলাম কুদ্দুস, আবদুল আলী,শ্যামলা বেগম ও আবদুল আউয়াল। রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW