ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে আয়নাল ফকির (৬৫) কে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে বুধবার সকালে ফরিদপুর কোর্টে পাঠিয়েছেন থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধায় প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে ওই বৃদ্ধকে এলাকাবাসী হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেন। এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, “ধর্ষন চেষ্টাকারী আয়নাল ফকিরকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুটির জবানবন্দি গ্রহনের জন্যও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে”।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরী করেন। শিশুটি তার নানীর কাছে লালন পালন হয়ে আসছে। ঘটনার দিন সন্ধার একটু আগে শিশুটি আয়নাল ফকিরের বাড়ীর সামনে খেলা করছিল। এ সময় আয়নাল ফকির তার শূন্য বাড়ীতে ছলেবলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। সন্ধা ঘনিয়ে আসার কারণে শিশুটির নানী খুঁজতে এসে বৃদ্ধের ঘর থেকে নাতনীকে উদ্ধার করার পর এলাকায় ঘটনা জানাজানি হয়। পরে এলাকাবাসী মিলে ওই বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেন।
এ ব্যপারে চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান বলেন, “ আমি যতটুকু জেনেছি শিশুটিকে ধর্ষনের জন্য ওই বৃদ্ধ ধ্বস্তাধ্বস্তি করেছে, কিন্তু ধর্ষন করতে পারে নাই”।