রংপুরে স্যালাইন সংকট নিরসনে অভিযান 

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :  : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩২ এএম

সারাদেশের স্যালাইন এর কৃত্রিম সংকট নিরসনে রংপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় কয়েকটি দোকানে স্যালাইন সংকট দেখনো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম। স্যালাইন ক্রেতারা অভিযোগ করেন, কিছুকিছু দোকানে স্যালাইন থাকার পরও দাম বেশি চাওয়া হচ্ছে। এ সময় স্যালাইন সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বত্রক সতর্ক রয়েছে বলে জানানো হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW