নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) : : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ পিএম

মাগুরা শহরের সাতদোহা এলাকায় নবগঙ্গা নদীতে শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তির ফুলে ওঠা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, শুক্রবার সকাল দশটার দিকে নবগঙ্গা নদীর সাতদোহা শ্মশান ঘাটের পূর্ব দিকে কচুরিপানার সাথে একটি ভাসমান ফুলে ওঠা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির  লাশটি উদ্ধার করে। মুখে চাপ দাড়ি বিশিষ্ট ওই মৃতদেহের বয়স আনুমানিক ৪৫ বছর বলে মনে করছেন তারা। তবে লাশটি কিভাবে এখানে এলো অথবা তার পরিচয় সম্পর্কে কোন তথ্যই জানাতে  পারেনি পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW