কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে, নৃত্য পরিবেশনা ও ব্যান্ড বাজিয়ে এর উদ্বোধন করা হয়। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী দিনে আলীপুর একাদশ বনাম ভাষানিয়া ইউনিয়ন একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আলীপুর একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে। এর আগে ইউএনও ক্ষেমালিকা চাকমা বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াস, য্বুলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ বেপারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, তাইজুল ইসলাম মোল্লা, সাদেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম সুমন, আছাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামীম আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম মুন্না ও ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও ধারাবর্ণনায় ছিলেন কবি দেলোয়ার।