ইউনুছ কোথায় পেলেন ত্রানের টিন, কেন নেয়া হয়নি আইনি পদক্ষেপ 

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) :  : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৫ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ আলীর বাড়ি থেকে ত্রাণের ৬৩ পিচ টিন উদ্ধার করছে আদিতমারী থানা পুুলিশ। ত্রানের এই ৬৩ পিচ টিন উদ্ধারের তিন মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে এখনো নেয়া হয়নি তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে এ প্রতিনিধি উদ্ধারকৃত ত্রানের টিনের বিষয়ে জেলা প্রশাসক ও আদিতমারী থানাসহ বিভিন্ন দপ্তরে গেলে তারা এ ব্যাপারে কোন সদুত্তোর দিতে পারেন নাই। এমনকি পলাশী এলাকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ আলীর বাড়ি থেকে টিন গুলো উদ্ধার করা হলেও পুলিশ প্রশাসন থেকে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনি ব্যাবস্থা নেননি।

আদিতমারী থানা পুলিশ জানায়, গত (২৫ মে) বৃহস্পতিবার আদিতমারী উপজেলার পলাশি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সাবেক অফিস সহকারী ইউনুছ মিয়ার বাড়ি ও তার পাশের বাড়ি থেকে ৬৩ পিচ (৭ বান্ডিল) টিন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে জানা গেছে তিনি উপকার ভোগিদের নিকট থেকে এসব টিন কিনে নিয়েছেন। 

স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক ব্যাক্তি জানায়, ইউনুছ আলী তাদেরকে ত্রানের টিন পাইয়ে দিবে বলে আমার ও আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেই। দির্ঘদিন পেরিয়ে গেলেও তাদের নামে কোন টিন পাই নাই। এর কিছুদিন পরে জানতে পারি তাদের নামে টিন উত্তোলন তিনি বাড়ি বানিয়েছেন। পরে বিষয়টি সাংবাদিকসহ বিভিন্ন লোকজন জানাজানি হলে ইউনুছের বাবা আঃ ছাত্তার ছেলেকে বাচানোর জন্য তার বাড়ি থেকে ত্রানের টিন খুলে নিয়ে তাকে দিতে আসে। তখন তিনি ব্যবহৃত টিন নিতে অস্বীকার করলে ইউনুছের বাবা তাকে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে তিনি একটি অভিযোগও দিয়েছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ওই সময় ত্রানের টিন গুলোর প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় তখন কোন আইনি পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, জব্দকৃত টিনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ত্রানের এতোগুলো টিন উদ্ধারের এতোদিনেও কেন কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় নির্দেশ প্রদান করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW