যশোরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

এফএনএস (আতিকুর রহমান হাসিব; যশোর) : : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৭ এএম

সোমবার সদর উপজেলার সাতমাইল আফিল ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর পরনে ছিলো লাল রং এর থ্রি-পিস।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। তিনি বলেন, তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকার কারণে বিষয়টি জিআরপি পুলিশ দেখছে।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW