ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবীতে স্মারকলিপি পেশ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৯ এএম

দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় আবিষ্কৃত গ্যাস দক্ষিণাঞ্চলের জেলা সমুহে সরবরাহের দাবীতে (২০ সেপ্টেম্বর) বুধবার বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে ভোলার গ্যাস রক্ষা দক্ষিণাঞ্চল নাগরিক আন্দোলন বরগুনা জেলা কমিটি। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি তুলে দেন, নাগরিক আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আ্যাড়ঃ আনিচুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান কিসলু, আলতাব হোসেন, মোঃ হাসানুর রহমান, জাকির হোসেন জুয়েল, মুশফিক আরিফ প্রমুখ।

এসময়,নাগরিক আন্দোলনের আহ্বায়ক আ্যাড়ঃ আনিচুর রহমান বলেন,২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি  প্রধানমন্ত্রী বরিশালে বিভাগীয় সমাবেশে ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবী জানাচ্ছি। তিনি বলেন,দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে অন্যত্র ভোলার গ্যাস সরবরাহ করার জন্য ইন্ট্রাকোর সাথে বৈষম্যমূলক চুক্তি বাতিল করে এই গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক খাতে সরবরাহ করতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW