দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির(পিইউপি-৪) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আতায় উপজেলা রির্সোস সেন্টারের আয়োজনে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েেেছ। ২০শে সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টম্বর ৩দিন ব্যাপি উপজেলা ইউআরসি, ইনস্ট্রাক্টর কে এম আবিদুল হাসানের সভাপতিত্বে কোর্স এর শুভ উদ্বোধন করেন। ঠাকুরগাঁও পিটিআই হতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষার্থীদের মাঝে ৩দিন ব্যাপি শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষক ইনস্ট্রাক্টর ফরিদা ইয়াসমিন প্রতিটি শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা বিস্তরণ সম্পর্কে বিভিন্ন কৌশল অবলম্বণ করে বুঝিয়েছেন। ্শুক্রবার বিকালে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন জানায়- শিক্ষক তাদের কাক্সিক্ষত কোর্স সমপর্কে ধারণা নিয়ে বিদ্যালয়ে শিশুদের মাঝে শিক্ষক্রম বিস্তরণ হলে ডাইরি ওয়ান ও ডাইরি টু সম্পর্কে জানবে,নতুন কারিকুলামের মাধ্যমে প্রতিটি শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম শ্রেণিতে সামষ্ঠিক মূল্যায়ন না হয়ে একক মূল্যায়নে শিশু শিক্ষার্থীকে চিহ্নিত করে নিরাময় মূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। শিশু শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নে অগ্রগতি হিসেবে আরো একধাপ এগিয়ে যাবে। উপজেলা আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ, সইদুল হক বলেন- দেশ উন্নয়নের সাথে সাথে শিক্ষার মান উন্নয়নে শিক্ষককে দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার যে অগ্রণী ভুমিক রেখেছেন যা দেশের জন্য মাইল ফলক হিসেবে কাজ করছে।