যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা উপকূলের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ওফেলিয়া। এর প্রভাবে স্থানীয় সময় শনিবার রাজ্যটিতে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে রয়েছে। পূর্ব-উত্তর ক্যারোলাইনার কিছু অংশে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় শনিবার সকালে ঝড়টি নর্থ ক্যারোলাইনায় আছড়ে পড়বে। এতে রাজ্যের কিছু অংশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ায় ৭ ইঞ্চি (১৭ দশমিক ৭ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া শুক্রবার রাতে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। তখন দমকা হাওয়াসহ ৭০ মাইল (১১৩ কিমি) বেগে বাতাস বইছিল। সূত্র: এপি