তিন মাসের জন্য মাঠের বাইরে ভিটোর রকি

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:১৬ এএম

বার্সেলোনার ভবিষ্যত স্ট্রাইকার ভিটোর রকি ইনজুরিতে পড়েছেন। ব্রাজিলিয়ান এই তারকা এ্যাথলেটিকো প্যারানেন্স থেকে আগামী বছর জুলাইতে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন। কিন্তু তার আগে ডান গোঁড়ালির লিগামেন্টে গুরুতর ইনজুরিতে এ্যাথলেটিকোর হয়ে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার  সিরি-এ ম্যাচে ইন্টারন্যাসিওনালের বিরুদ্ধে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে ১৮ বছর বয়সী রকি ইনজুরিতে পড়েন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর এ্যাথলেটিকো অস্ত্রোপচার না করানোর ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্লাব সূত্র জানিয়েছে অন্তত তিন মাসের জন্য রকি মাঠের বাইরে চলে গেছেন। ডিসেম্বরে ব্রাজিলিয়ান ঘরোয়া মৌসুম শেষ হবার কথা রয়েছে। এ কারণে ধরেই নেয়া যায় এ্যাথলেটিকোর হয়ে এটাই রকির শেষ ম্যাচ। জুলাইয়ে ৩০ মিলিয়ন ইউরো প্রাথমিক চুক্তিতে রকির সাথে সমঝোতা হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। পারফরমেন্সের ভিত্তিতে চুক্তির এই পরিমান ৬১ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে রকিকে ইউরোপে নিয়ে আসবে কাতালান ক্লাবটি। যদিও ঐ মুহূর্তে লা লিগায় ফিনান্সিয়াল ফেয়ার প্লে পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করবে। লা লিগার মধ্য-মৌসুমে রকির সাথে রেজিষ্ট্রেশন করতে ব্যর্থ হলে আগামী গ্রীষ্মে বার্সেলোনার জার্সিতে তাকে দেখা যাবে। এ ক্ষেত্রে আগমী এপ্রিলে ২০২৪ ব্রাজিলিয়ান মৌসুম শুরু হলে আবারো রকি এ্যাথলেটিকোতে খেলতে পারবেন। ২০২২ সালে ক্রুজেইরো থেকে এ্যাথলেটিকোতে যোগ দেবার পর এ পর্যন্ত ৭৭ ম্যাচে ২৭ গোল করেছেন তরুণ এই স্ট্রইকার। এর মধ্যে বর্তমান মৌসুমে ৪১ ম্যাচে করেছেন ২০ গোল। ১১ গোল করে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এ বছরের শুরুতে ব্রাজিলের সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়েছে। মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে তিনি বদলী হিসেবে মাঠে নেমেছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW