আমতলীতে প্রতিবন্ধীরা পেল উপবৃত্তির টাকা

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :  : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪১ এএম

আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে ৭ হাজার ২শ’ টাকা করে মোট শিক্ষা উপবৃত্তির ৮৬ হাজার ৪শ’টাকা বিতরন করা হয়েছে। নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানী ফন্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমন্টে- সিডিডির কারগড়ি সহযোগিতায় এনএসএস এ টাকা বিতরন করে। রোববার  সকাল ১০টায় এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে টাকা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত টাকা বিতরন সভায় বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহীদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW