কুলিয়ারচরে প্রয়াত মুছা মিয়া স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৩ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ মাঠে গত বৃহস্পতিবার মরহুম মুছা (সিআইপি) স্মৃতি স্মরণে ফুটবল গোল্ডকাপের প্রথম সেমি ফাইনালে বাজিতপুর একাদশ বনাম কটিয়াদী বনগ্রাম একাডেমীকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে যায়। এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ইমতিয়াজ বিন মুছা, ২নং রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-বাংলাদেশের শ্রেষ্ঠ পদপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আলাল উদ্দিন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেজবাহ উদ্দিন শিশু, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বিপ্লব, নকুল ভৌমিকসহ ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW