কটিয়াদীতে নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৫৫ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পরিচয় পর্বে নির্বাহী অফিসার তাঁর নিজের পরিচয় দিয়ে উপস্থিত সংবাদকর্মীদের সাথে পরিচিত হন। পরে এলাকার নানাবিধ সমস্যা ও তার সামাধানের লক্ষে মতবিনিময় করেন। এতে আলোচনায় অংশ নেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার টিটু, সিনিয়র সাংবাদিক বেনী মাধব ঘোষ, ব্রজগোপাল বণিক, সারোয়ার হোসেন শাহীন, মোবারক হোসেন, ধ্রুব রঞ্জন দাস, মাছুম পাঠান, মোজাম্মেল হক, মাহাবুবুর রহমান রুবেল প্রমুখ। আলোচনায় খাদ্যপণ্যে ভেজাল, বাজার মনিটরিং, মাদক, জুয়া, ইভটিজিং, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ভাবে উদযাপনসহ নানাবিধ সমস্যা ও এর সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কটিয়াদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW