বাউফলে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে  লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ 

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২১ এএম

পটুয়াখালীর বাউফলে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে তিন লক্ষ হাজার টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার মদন পুরা ইউনিয়নে কাগজের পুলের উত্তর পাশে জাকির সার্ভেয়ারের মৃধা মৎস্য খামারে ঘটনাটি ঘটেছে।  
খামারের ম্যানেজার হুমায়ুন কবির  জানান, আমাদের খামারে ছোট-বড় ১৬টির মত পুকুর রয়েছে। এসব কুকুরের বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়।  আজ সকাল    সাড়ে ছয়টার দিক কাগজে পুল বাজার সংলগ্ন ১শত ২০ শতাংশের এ পুকুরে গিয়ে দেখা গেছে পুকুরে  মরা  চিংড়ি মাছ  ভাসতেছে এবং চতুর পাড়ে চিংড়ি মাচ উঠে মরে পড়ে আছে।  পুকুরের পানি ও মাছ থেকে দুর্গন্ধ আসছে।  বিষয়টি বাউফল থানায় জানিয়েছি।  উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ ক্রমে  মৎস্য অফিসে যোগাযোগ করেছি। খামারের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেছেন, আমিষ এবং ভিটামিন 'এ" ও' ডি এর অভাব পূরণ করে।  আমি ব্যবসা নয় সেবা চিন্তা করে এ খামার গুলি করেছি।  আমার খামারে ৫০ অধিক  প্রজাতির মাছ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা ব্যতীত খামাটিকিয়ে রাখা খুবই কষ্টকর ব্যাপার।  কোন দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি।  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম জানটা বলেন, বিষ প্রয়োগ করা হলে পুকুরের সকল প্রজাতির মাছ মারা যেত।  যেহেতু পুকুরে অন্যান্য প্রজাতির মাছ মরে নাই,  সেক্ষেত্রে এটা আবহাওয়ার তারতম্যের কারণে পানির পিআই সমস্যা হতে পারে।  এ ব্যাপারে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  বাউফল থানার ওসি আরিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW