কক্সবাজারের রামুতে শুক্রবার, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে শানে রেসালত সম্মেলন। রামু খিজারী হাইস্কুল স্টেডিয়ামে দিনব্যাপী এ মাহফিলে মহানবী (সা.) এর জীবনী নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য ওয়ায়েজগণ।
রামু দাওয়াতুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এ শানে রেসালত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে তাকরির পেশ করবেন- চট্টগ্রাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক আল্লামা মূফতি খলিল আহমদ কাসেমী। প্রধান বক্তা থাকবেন- পটিয়া আল জামিয়া আলম ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক আর্ন্তজাতিক ইসলামিক স্কলার আল্লামা ওবাইদুল্লাহ হামজা।
বিশেষ মেহমান হিসেবে তাকরির পেশ করবেন- ব্রাক্ষ্মনবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মূফতি ছিবগাতুল্লাহ নূর, ঢাকা যাত্রাবাড়ি জামেয়া মাহমুদিয়ার প্রধান মূফতি আল্লামা রেজাউল করিম আবরার, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা হাফেজ আবদুল হক, রামু জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক নাসিম প্রমূখ।
মাহফিলে সর্বস্তুরের তৌহিদা জনতাকে শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন- শানে রেসালত সম্মেলন আয়োজক রামু দাওয়াতুল হক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।