চিতলমারীতে কণ্যাশিশু দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৮ এএম

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা। এই শ্লোগানকে সামনে রেখে, বাগেরহাটের চিতলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। শনিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায়, দিবসটি উপলক্ষ্যে এক বর্নাঢ্যর‌্যালীর আয়েজন করা হয়। এতে নের্তৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এ সময় উপস্থি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজ লিটনসহ অনেকে।
 র‌্যালী পরবত্তী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হেলেনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজ লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সাংবাদিক শফিকুল ইসলাম সাফাসহ অনেকে। অনুষ্ঠান পরবত্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW