ক্রিকেটের বিশ্ব মঞ্চে নেদারল্যান্ডসকে এখনও নবীনই বলা যায়। সেই ডাচরা এবার ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলার ছবি আঁকছে। নিজেদের এই স্বপ্নের কথা জানিয়েছেন, নেদারল্যান্ডস দলের কোচ রায়ান কুক। এর আগে চার বিশ্বকাপে অংশ নিয়ে ২০টি ম্যাচ খেলেছে ডাচরা। এর ১৮টিতেই অবশ্য পরাজয় সঙ্গী হয়েছে নেদারল্যান্ডসের। এবার বিশ্বকাপ বাছাইপর্বের বাধা উতরে ভারতে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। বাছাইপর্বে ওয়ানডে বিশ্বকাপের দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আসাই আত্মবিশ্বাসের জ্বালনি হচ্ছে ডাচদের। তবে সেই আত্মবিশ্বাসে সওয়ার হয়ে নেদারল্যান্ডস বিশ্বকাপে কতদূর যাবে, জানতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই! সাক্ষাৎকারে রায়ান কুক সেই স্বপ্নের কথা জানিয়েছেন এভাবে, 'আমরা বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমরা কয়েকটা বড় ধরনের পারফরম্যান্স দেখাতে চাই, যেগুলো আমাদের জয় নিয়ে আসবে। সেমিফাইনালে যেতে যে ৫-৬টা জয় লাগে, সেটা পেতে আমরা সর্বোচ্চটা দিয়েই খেলব।' কোচের মতো নিজেদের নিয়ে আশার কথা শুনিয়েছেন ওপেনার ম্যাক্স ও'ডাউড। সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে শুধু অংশ নিয়ে খুশি থাকতে চান না তিনি, 'বিশ্বকাপে অংশ নেওয়া এবং খেলা উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো মানে হয় না। আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচই যেন জিততে পারি। আশা করি, আমরা সেটা পারব। অবশ্যই আমাদের পথচলা খুবই কঠিন হতে পারে। কারণ, বিশ্বের সেরা কয়েকটি দলই এখানে খেলতে নামবে। তবে আমাদের দলটিও কিন্তু আমাদের ইতিহাসের অন্যতম সেরা।'