শ্রীমঙ্গলে 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের প্রদর্শণী শুরু

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৩, ১২:৩৭ এএম

শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে চিত্রিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির প্রদর্শণী  শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় স্হানীয় ভিক্টোরিয়া সিনেমা হলে প্রদর্শণীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারি কমিশনার (ভূমি)  সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর প্রমুখ।

দেশের ১৫৩ টি সিনেমা হলে এ ছবিটি আজ মুক্তি পেয়েছে। সারাদেশের মতো শ্রীমঙ্গলেও আজ বিপুলসংখ্যক দর্শক ছবিটি উপভোগ করেছেন।

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটি পরিচালনা করেছেন। ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার মমন্ত্রণালয় প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনৃ এবং ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW