জুড়ীতে ইসরাইলীদের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (হারিস মোহাম্মদ; জুড়ী, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৩, ০৬:৫৪ এএম

মৌলভীবাজার জেলার জুড়ীতে ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে এবং দখলদার ইসরাইলীদের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুমা'র নামাজের পর উপজেলার এমএ মুমীত আসুক চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

জুড়ী উপজেলা মুসলিম উম্মাহ'র আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা সায়েম উদ্দিন, মাওলানা বশির উদ্দিন, হাফিজ মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW