শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়, এই প্রতিপাদ্যে, লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে শেখ রাসেল স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পন শেষে র্যালী ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয়। এইসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড্যা: নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, সরকারি - বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা।