কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শারিরিক এবং শ্রবণ প্রতিবন্ধী ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার অনুদান দেওয়া হয়েছে। পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় বিদ্যালয় ব্যবস্পনা জবাবদিহি অনুদান হিসেবে বিদ্যালয়ের ১৫ জন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা, তিন জন প্রতিবন্ধী ছাত্রীকে তিনটি হুইল চেয়ার ও একজন শ্রবণ প্রতিন্ধী ছাত্রীকে একটি হিয়ার এইড (শ্রবণ যন্ত্র) অনুদান দেওয়া হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য মো. জহিরুল হক, কো-অপ্ট সদস্য মো. ফারুক উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ আক্তারসহ অভিভাবকবৃন্দ।