ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ও পরে রাতভর এসব হামলায় চালানো হয়। জাতির উদ্দেশে দেওয়া রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি জানিয়েছেন, বুধবার সকালে দক্ষিণপূবাঞ্চলীয় শহর জাপোরিজিয়ার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের সংখ্যা চারজন থেকে বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে নিপ্রোপ্রেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। একই রাতে খেরসন অঞ্চলে আরেক হামলায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি খাবারের দোকান গুড়িয়ে যায়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মৃতদেহ বের করে আনা হয়। রাশিয়ার সীমান্তবর্তী সুমাই অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ড্রোন হামলায় ‘অবকাঠামো এলাকা’ ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে তারা বিস্তারিত আর কিছু জানাননি। টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি লেখেন, “অশুভ রাষ্ট্রটি সন্ত্রাসের মাধ্যমে বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার সন্ত্রাসকে অবশ্যই পরাজিত করতে হবে।” টেলিগ্রামে জাপোরিজিয়া হামলার একটি ছবি পোস্ট করেছেন জেলেনস্কি। তাতে এক ভবনের মাঝামাঝি বড় ধরনের একটি গর্ত দেখা গেছে, ভবনটির প্রবেশপথ ধ্বংস হয়ে গেছে আর জানাগুলো সব ভেঙেচুড়ে পড়েছে। নিপ্রো শহরের নিকটবর্তী অবুখিভকার বাসিন্দারা জানিয়েছেন, শক্তিশালী এক বিস্ফোরণের ধাক্কায় জানাগুলো উড়ে যায় আর লোকজন উল্টে মাটিতে পড়ে যান। কর্মকর্তারা জানিয়েছেন, এখানে প্রায় ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।