কুমিল্লার হোমনায় সাবেক কেবিনেট সচিব, মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা- ০১, হোমনা-মেঘনা ও পরবর্তীতে কুমিল্লা-০২, হোমনা-তিাতাস আসনের সাবেক সংসদ সদস্য এমকে আনোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে হোমনার বাসভবনে সকাল দশটায় বাবা এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাবা-মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীসহ সহ¯্রাধিক সাধারণ মানুষ দোয়া ও মিলাদে শরীক হয়। তাদের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার উপস্থিত সকালের কাছে তার বাবা মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইতে গিয়ে বাবা এম কে আনোয়ারের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখে আবেগেতাড়িত হয়ে পড়েন। দোয়া পরিচালনার সময় সাধারণ মানুষের চোখও ছল ছল করছিল। শেষে তিনি হোমনা ও মেঘনা উপজেলার ৫০ টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেন। পর্যায়ক্রমে এ দুই উপজেলার সকল মাদ্রাসায় সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দেন মাহমুদ আনোয়ার কাইজার। মিলাদ মাহফিলে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, সাবেক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন মাস্টার, হোমনা উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান গাজী মো. মহসীন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান গাজী মো. মোতালেব, মো. হুমায়ুন কবীর, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন টিপু, চান্দেরচর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করীম, বিএনপি নেতা শওকত আলী মোল্লা, জামাল মেম্বার, মো. হারুন অর রশিদ, মো. সারোয়ার হোসেন খোকন, মহসীন বেপারী ও তিতাস উপজেলার জহিরুল ইসলাম যাদু মোল্লা ও মনির হোসেন ভূঁইয়া প্রমুখ। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে এম কে আনোয়ার ইন্তেকাল করেন।