পীরগঞ্জে লায়ন্স সদস্যের প্রতারনা অনুদানের মিশুক গাড়ি বিক্রি !

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৩, ০৪:৪৭ এএম

রংপুরের পীরগঞ্জে লায়ন্স ক্লাব অফ ঢাকা ইউনিট গ্রীন এর প্রদত্ত অসহায়ের সাহায্য কেড়ে নিয়েছে ক্লাবের সদস্যরা। এ ঘটনা ঘটেছে উপজেলার চতরা এলাকায় লায়ন্স ক্লাবে। দাতা সংস্থা ঢাকা লায়ন ক্লাব এর পক্ষ থেকে জামিরবাড়ি গ্রামের হানিফ নামের এক অসহায় যুবককে একটি মিশুক গাড়ি প্রদান করা হয়েছিল। চতরা নীল দরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান মাষ্টার ও হলদিবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক জামাত আলী মাষ্টারসহ কযেকজন জন সদস্য মিলে চতরায় একটি লায়ন্স ক্লাবের শাখা খোলেন। লায়ন্স ক্লাবের অনেকগুলো প্রকল্পের মধ্যে অসহায় মানুষকে সহযোগিত করা একটি। এর অংশ হিসেবে কাবিলপুর ইউনিয়নের জামির বাড়ি গ্রামের রহিম উদ্দিন ছেলে  দরিদ্র যুবক হানিফ মিয়া কে গত ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির লোকজনের উপস্থিতিতে একটি মিশুক গাড়ি প্রদান করা হয়। বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হয় সে সময়। হানিফ মিয়া জানান,গাড়িটি প্রদানের কয়েকদিন পরেই লায়ন্স ক্লাবের কর্মকর্তা হলদিবাড়ি গ্রামের জামাত আলী মাষ্টার হানিফ মিয়ার নিকট হতে কিস্তি আদায়ের নামে প্রতিদিন ২’শ টাকা হারে গ্রহন করতে থাকেন। কয়েকদিন কিস্তির টাকা বাকি রাখায় জামাত আলী মাষ্টার নাটকীয় ভাবে গাড়ির ব্যাটারী পাল্টানোর কথা বলে মিশুক গাড়িটি ধাপেরহাট নিয়ে যায়। এরপর সেখানে তিনি কৌশলে গাড়িটি বিক্রি করে দেন। গাড়িটি উদ্ধারের জন্য হানিফ মিয়া ক্লাবের সদস্যদের পিছু পিছু টানা কয়েকদিন হন্যে হয়ে ঘুরেও সেটি উদ্ধারে ব্যার্থ হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জামাত আলী বিষয়টিকে গোজামিল দেয়ার অপচেষ্টা করে বলেন-আমি মিশুক কিনে দিয়েছি,আমি বিক্রি করে দিয়েছি। এতে কার কি ?

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW