সৈয়দপুরে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৩, ০২:৩২ এএম

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ অক্টোবর রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজন ছিল পথসভা, শোভাযাত্রা ও আলোচনা সভার। শহরের শহীদ চত্বরে জিআরপি মোড়ে ওই সকল কর্মসূচির আয়োজন করা হয়। রাতে জিআরপি মোড় থেকে বের করা হয় এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবার পুর্বের স্থানে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ জাসদ নেতা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক। বক্তব্য বলেন,জাসদ নেতা সুজাউদ্দৌলা, উপজেলা শাখার সাবেক সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিক জোট নেতা শফিকুল ইসলাম মোমিন, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম মন্ডলসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, কোন ভাবেই বাংলাদেশকে তালেবান রাস্ট্রে পরিনত করতে দেয়া হবে না। তারা জামায়াত, শিবির এবং হেফাজতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। ওই অনুষ্ঠানে জাসদের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখাসহ শ্রমিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এটি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু গ্রুপ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW