ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার 

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৩, ০৬:৫৭ এএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার গভীর রাতে উপজোলার বোয়ালমারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নায়েব আলী ওই গ্রামের ছোহরাব আলীর ছেলে। বৃহস্পতিবার (২ নভেম্বর) মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, আটক নায়েব আলীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW