সৈয়দপুরে জেল হত্যা দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৩, ০৩:০৬ এএম

নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার ৩ নভেম্বর সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে মাল্যদিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পালন করা এক মিনিট নিরবতা।

এরপর বের করা হয় এক শোক র‌্যালি। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সবুর আলমসহ অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW