লক্ষ্মীপুরের রামগতিতে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামদয়াল বাজার সংলগ্ন আলেকজান্ডার-সোনাপুর সড়কের মোবাইল টাওয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চর গোসাই এলাকার মো. সেলিমের ছেলে মো. মোমিন(২২) ও চর আফজল এলাকার কবির উদ্দিনের ছেলে মো. আরিফ (২০)। মোমিন সৈয়দ মৌলভী বাজারের মাংশ ব্যবসায়ী শামীমের ছোট ভাই এবং আরিফ ওই ব্যবসায়ীর কর্মচারি। তারা দুই জনে রামদয়াল বাজারে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোনাপুরগামী ধান বোঝাই একটি চলন্ত ট্রাকের নিচে বিপরীত দিক থেকে আসা দুই আরোহীসহ মোটরসাইকেলটি ছাপা পড়লে ঘটনাস্থলে তারা মারা যান। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় হাজীগঞ্জ বাজার থেকে স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করেন।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।