কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী গ্রামে বাবার বাড়িতে তানজিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার প্রতিবেশীরা। বুধবার দুপুর ১২ টার দিকে বসতঘরের সিলিং এর সাথে তানজিনাকে ঝুলন্ত দেখতে পায় পরিবারের লোকজন। তানজিনা ওই গ্রামের দিনমজুর আবদুল কাদেরের মেয়ে ও নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা গ্রামের কালা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামের আবদুল কাদেরের মেয়ে তানজিনা আক্তারের সাথে পার্শ্ববর্তী নাওগোদা গ্রামের মৃত শহীদের ছেলে কালা মিয়ার তিন বছর পূর্বে বিয়ে হয়। স্বামী'সহ তানজিনা চট্টগ্রামে ভাড়া বাসায় বসবাস করে। তানজিনার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। গত শুক্রবার স্বামীর সাথে ঝগড়া করে তানজিনা চট্টগ্রাম থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে আসার পর থেকে স্বামী যোগাযোগ না করায় অভিমানে ঘরের সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান স্থানীয়রা। নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।