ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়কেন্দ্রে বসবাসরত শেখ আলম (৬৫) এর মাথায় কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। একই আশ্রয়কেন্দ্রে বসবাসরত আমীর শেখ, আলী শেখ, সাত্তার শেখ, সোমা আক্তার ও আনোয়ারা বেগম এদের হীন কর্মকান্ডের বাঁধা দেওয়ার জে¦র ধরে কিছুদিন আগে বৃদ্ধের মেয়ের জামাই আবুল কালাম (৩৮)কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। সেই মামলায় আটক আসামিরা জামিনে বেরিয়ে মাত্র ক’দিন আগে বৃদ্ধ শ্বশুরকেও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ। এ ঘটনায় বৃদ্ধের মেয়ে রূপালী আক্তার বাদী হয়ে আরেকটি মামলা করলে পুলিশ সন্ত্রাসী আলী শেখ ও সাত্তার শেখ গ্রেপ্তার করে রোববার ফরিদপুর কোর্টে চালান করেছেন।
এ মামলার তদন্ত অফিসার চরভদ্রাসন থানার এসআই হাবিব জানান, “আহত বৃদ্ধ অত্যন্ত সহজ ও সরল মানুষ। তার উপর সন্ত্রাসী হামলা করে আসামিরা ভীষণ অন্যায় করেছে। মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছি, বাকীদের গ্রেপ্তারের চেষ্ট অব্যাহত রয়েছে”।
ক্ষতিগ্রস্থ পরিবারটি জানায়, উল্লিখিত সন্ত্রাসীরা মাদক ব্যাবসা সহ বিভন্ন হীনকর্মকান্ডের সাথে জড়িত। কিছুদিন আগে আসামি আলী শেখ ও আমীর শেখ নেশাগ্রস্থ অবস্থায় বৃদ্ধর পরিবারের চারটি হাঁস জোর করে ধরে নিয়ে খেয়ে ফেলেছে। এর ক’দিন পর আবারও বৃদ্ধর বাড়ীর আরো হাঁস ধরে নেওয়ার জন্য ছুটাছুটি করছিল। এ সময় বৃদ্ধের মেয়ে রূপালীর স্বামী আবুল কালাম বাঁধা দিলে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা হলে আসামিরা জামিনে বেড়িয়ে এসে পূনঃবার হামলা করার জন্য ওঁৎ পেতে থাকে।
ঘটনার দিন গত ২ নভেম্বর বিকেলে বৃদ্ধ আলম শেখ নিজের ভুট্টা ক্ষেত পরিচর্চা করে বাড়ী ফেরার কালে সন্ত্রাসীরা রাম দ্যা, ছ্যান, দা, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। এ সময় আহত বৃদ্ধের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন রাখেন। আহত বৃদ্ধ কিছুটা সুস্থ্য হওয়ার পর মেয়ে রূপালী আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।
রোববার মামলার বাদী রূপালী আক্তার জানায়, “আমি মামলা করার পর থেকে আসামীপক্ষ মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাকে বার বার হুমকী দিচ্ছে। আমাকে গংরেপ করে মেরে ফেলা হবে বলে আসামি সোমা আক্তার আমাকে হুমকী দিয়ে গেছে”। অবশ্য, রোববার আসামি সোমা আক্তারকে মুঠোফোনে হুমকীর বিষয়ে জিজ্ঞেস করলে সে অস্বিকার করে বলেন এসব মিথ্যা কথা”।