বাবা হতে চলেছেন ‘টোয়াইলাইট’ ও ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। অভিনেতার প্রেমিকা অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউজ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন। মেক্সিকোর করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় দেখা গেছে তার বেবি বাম্পও। ভিডিওটি অনলাইনে ঘুরছে। সেখানে দেখা গেছে সুকি তার শো শুরু হওয়ার আগে সেট তৈরি করার সময় দর্শকদের বলেন, ‘আমি আজ একটু ঝকমকে পোশাক পরেছি কারণ আমার মনে হয়েছে এতে আপনাদের মনোযোগ পোশাকের দিকেই থাকবে। আপনারা বুঝতে পারবেন না যে অন্য অন্য কিছু ঘটেছে।’ এরপর উপস্থিত দর্শকদের উল্লাস দেখে তিনি তার বেবি বাম্পে হাত বুলিয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই আপনারা বুঝতে পারছেন কিনা।’ সুকি একটি গোলাপি রঙের গ্লিটারি পোশাক পরেছেন। সাথে ছিল ফ্লাফি জ্যাকেট ও বুট। সুকি ও প্যাটিনসনের সুখবরটি শুনে ভক্তরা এই জনপ্রিয় জুটিকে শুভকামনা জানাচ্ছেন। এক ভক্ত লিখেছেন, ‘তাদের জন্য প্রার্থনা করছি। সন্তান সুস্থ থাকুক’। আরেকজন রসিকতা লিখেছেন, ‘ভ্যাম্পায়ারের সন্তান আসছে।’ পাঁচ বছরের বেশি সময় ধরে ডেট করছেন রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউস। ২০১৮ সালে এই জুটির রোমান্সের গুঞ্জন প্রথম শোনা যায়। ২০২০ সালে করোনভাইরাস মহামারি চলাকালীন রব ও সুকি একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এটি তাদের প্রথম সন্তান। সূত্র: হিন্দুস্তান টাইমস