হরিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এফএনএস (কবিরুল ইসলাম কবির; হরিপুর, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৩, ০৬:২৫ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাজাপ্রাপ্ত পলাতাক আসামি আবদুল বারেককে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আব্দুল বারেক হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের পশ্চিম বনগাঁও গ্রামের দানেশ আলীর ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন আবদুল বারেক সিআর ১/২০২২ নং মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। সোমবার (২০ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আবদুল বারেককে থানা হাজতখানায় রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW