দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আজ বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটের দিকে রাজধানী পোর্ট ভিলার প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আঘাত হানে ভূমিকম্পটি। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি উপকূলীয় ভানুয়াতু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের স্বাভাবিক সতর্কতা অবলম্বন করতে বলেছে। তবে ভানুয়াতুর আবহাওয়া অফিস উত্তরের প্রদেশ পেনামা, তোরবা, মালাম্পা এবং সানমার বাসিন্দাদের উপকূল থেকে উচ্চ ভূমিতে যাওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সতর্ক থাকতে বলেছে। অনেকগুলো দ্বীপ এবং তিন লাখ ২০ হাজার জনসংখ্যা নিয়ে গঠিত ভানুয়াতু। দেশটিতে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। কারণ দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। যেখানে টেকটোনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে এবং প্লেটগুলো দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত। সূত্র : এএফপি