হেড কোচ হিসেবে ভারতের সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সাবেক অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু ভাবছেন কিনা। তখন পরিষ্কার করে কিছু বলেননি যদিও। তবে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া বলছে, হেড কোচ হিসেবে আর থাকতে চান না দ্রাবিড়। পত্রিকাটির এক রিপোর্টে বলা হয়েছে, হেড কোচ হিসেবে আর মেয়াদ বাড়াতে রাজি নন তিনি। দ্রাবিড় এরইমধ্যে নিজের সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে জানিয়ে দিয়েছেন। জানা গেছে, পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়ের ঘনিষ্ঠ বন্ধু ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব নিতে যাচ্ছেন। যিনি এরইমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাওয়া ভারতের দ্বিতীয় সারির দলকে দেখভাল করছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব নিতে ভীষণ আগ্রহী লক্ষ্মণ। ফলে পূর্ণ মেয়াদে চুক্তিবদ্ধ হতে চান তিনি। ইতোমধ্যে দ্রাবিড়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার আছে। গত বুধবার শুরু হয় অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত।