তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথমবারের মত ভারতের বিপক্ষে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের(এসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। মোহালিতে ১১ জানুয়ারি প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ইন্দোরে ১৪ জানুয়ারি দ্বিতীয় এবং ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত- আফগানিস্তান। এরমধ্যে একটি ছিল এক ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু সীমিত ওভারের ফরম্যাটে কখনও দ্বিপাক্ষীক সিরিজ খেলেনি দু’দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অন্য ৯টি ম্যাচ বিশ্বকাপ বা এশিয়া কাপের মঞ্চে খেলেছে ভারত-আফগানিস্তান। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দারুন পারফরমেন্স করেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকার মত সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখায় আফগানরা। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে রশিদণ্ডনবিরা। এতে প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পায় আফগানিস্তান। নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারতীয় দল। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেও রানার্স-আপ হয়ে আসর শেষ করতে হয় ভারতকে। আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে ম্যাচ হারে ভারত।