আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে যশোর (ঝিকরগাছা-চৌগাছা) ২ আসনে মনোনয়নপত্র কিনলেন পিতা পুত্রসহ ১৯ জন প্রার্থী। যশোরের দুই উপজেলা ঝিকরগাছা ও চৌগাছা আওয়ামী লীগের সাধারণ কর্মীদের দাবি আওয়ামী লীগের গ্রুপিং বন্ধ করতে নতুনদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়া হোক। এক সময়ে ঝিকরগাছা চৌগাছা আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। পরবর্তীতে বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিন সংসদ সদস্য হওয়ায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকা- একেবারে বন্ধ হয়ে গিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের নৌকার মাঝি হতে যারা মনোনয়নপত্র কিনেছেন ঝিকরগাছা উপজেলা থেকে-বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার নাসির উদ্দিন, সাবেক বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, তার ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিস ইসলাম দেবু, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রায়হান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গিলবার্ট নির্মল বিশ্বাস, ডাক্তার মোঃ তৌহিদুজ্জামান তুহিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আলমুল ইসলাম পিপুল, নাহিদ ইসলাম, কানাডা প্রবাসী হাবিবুর রহমান। চৌগাছা উপজেলা থেকে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন-চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিব, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম আহসানুল হক, চৌগাছা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ সহ ১৯ জন। ঝিকরগাছা-চৌগাছা উপজেলার একাধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আলাপকালে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিনের সাথে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলামের গ্রুপিং রয়েছে চরমে। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পত্র নিশ্চিত হওয়ারকে কেন্দ্র করে নিজ দলের কর্মীরা আতঙ্কে রয়েছেন। এজন্য তারা তৃতীয় কোন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বর্তমান এমপির সময় সাধারণ মানুষ অনেকটা ভালো রয়েছেন।