বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ নির্বাচন গত শনিবার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ কার্য্যলয়ে সম্পান্ন হয়েছে শান্তি পূর্ণভাবে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয় সুবাস সমদ্দার। বরিশাল জেলার ১০টি উপজেলার ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ প্রতিনিধিগণ ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন পালক প্রধান রেভা: সুশান্ত বৈরাগী।
বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ সভাপতি জেমস্ রিপন বাড়ৈ জানায়, বাংলাদেশে ব্যাপ্টিষ্ট চার্চ সংঘর সারাদেশে এক যোগে ২৪ নভেম্বর বিভিন্ন জেলার ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিগতায় শুক্রবার বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ নির্বাচন উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ কার্য্যলয় ভোটগ্রহন করা হয়। এই কেন্দ্রে বরিশাল জেলার ১০টি উপজেলার চার্চ সংঘের প্রতিনিধিগণ ভোটে অংশ নেয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।
নির্বাচন শেষে নির্বাচন ফলাফর ঘোষনা করে নির্বাচন কমিশনার পালক প্রধান রেভা: সুশান্ত বৈরাগী। বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ সভাপতি পদে নির্বাচিত হয় সুবাস সমদ্দার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জেমস্ রিপন বাড়ৈ। সহ-সভাপতি নির্বাচিত হয় এডওয়ার্ড রবীন বাড়ৈ, কাউন্সিলার পদে নির্বাচিত হয় মি.জন সরকার, মি. পিন্টু অধিকারী, মি. টমাস অধিকারী, কল্যাণ সরকার, মহিলা কাউন্সিলার লাকী মিত্র, কার্যনির্বাহী সদস্য মি. সুধীণ অধিকারী, মি. হিল্টন বোস, মি.ইসহাক অধিকারী, অনন্দ বালা, যোহন বড়ৈ, যাকোব বড়ৈ ও পংকজ জয়ধার।
বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ নির্বাচনে নির্ববাচনকমিশনার ছিলেন পালক প্রধান রেভা: সুশান্ত বৈরাগী বলেন, কোন অপ্রীকর ঘটনা ছাড়াই আমরা শান্তি পূর্ণভাবে নির্বাচন শেষ করতে পেরেছি। ভোটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের ফলাফল মেনে নিয়েছে।
বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ নর্বনির্বাচিত সভাপতি সুবাস সমদ্দার বলেন, আমাকে যারা ভোটদিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাকে যারা ভোট দিয়েছে বা দেয়নি সকল ভেদাভেদ ভুলে আজ থেকে আমি সকলার সভাপতি। আমি সকলকে নিয়ে সকলার সহযোগিতায় বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ পরিচালনা করতে চাই।