চলতি মৌসুমে সৌদি প্রো লিগে দারুণ ছন্দ ধরে রেখে আল নাস্রের আরেকটি জয়ে বড় অবদান রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল ওখদুদের বিপক্ষে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবের শীর্ষ লিগে গত শুক্রবার ৩-০ গোলে জিতেছে আল নাস্র। প্রথমার্ধে দলটি এগিয়ে যাওয়ার পর ৭৭ ও ৮০ মিনিটে দুইবার জালের দেখা পান রোনালদো। রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়। আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে আসেন আল ওখদুদের গোলরক্ষক। ৩৫ গজেরও বেশি দূর থেকে বল পেয়ে গোলরক্ষক এবং সবার মাথার ওপর লব করে জাল খুঁজে নেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৫টি গোল করেছেন রোনালদো। এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে আল নাস্র। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্টে শীর্ষে আল হিলাল।