ঝিকরগাছায় মনোনয়ন পেলেন ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন 

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :  : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৩, ০৪:৪৯ এএম

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেলেন ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের একমাত্র জামাতা। ডাক্তার তৌহিদুজ্জামান তুহিনের বাড়ি ঝিকরগাছা পৌরসদরের কীর্তিপুর গ্রামে। রাজনীতিতে তিনি নতুন মুখ হিসেবে তার এলাকায় পরিচিত। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পাওয়া ডাক্তার তৌহিদুজ্জামান তুহিনের সাথে রোববার সন্ধ্যায় মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যস্ততার কারণে আমি কোন বক্তব্য দিতে পারছি না। উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন-বিগত ১৫ই আগস্ট ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন তার নিজ বাড়ির এলাকায় জাতীয় শোক দিবস পালনের মধ্য দিয়েই রাজনীতির যাত্রা শুরু করেন। রোববার সন্ধ্যায় ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন মনোনয়ন পাওয়ায় ঝিকরগাছা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণ করা একাধিক কর্মী সমর্থক জানান-বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার নাসির উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনোনয়ন না পাওয়ায় সংঘর্ষের হাত থেকে আমরা বেঁচে গেলাম। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW