আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরসহ তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের অনুসারী মাহিম, সিরাজ ও নাদিমের নেতৃত্বে রোববার রাতে ৫০/৬০ জন লোক তার (ফখরুল) ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির বেপারী ও জসিম মোল্লার ইটের ভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এমপি পঙ্কজ দেবনাথের অনুসারী হওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে জানিয়ে ফখরুল আরও বলেন, হামলাকারীরা প্রথমে ইটভাটায় পরে ইউনিয়নের বান্দ্রা বাজারে অবস্থিত আমার ভ্যারাইটিজ স্টোর, ভাই মনিরের মুদি দোকান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামসুল হক খানের ভ্যারাইটিজ স্টোর, কাসেম হাওলাদারের বেকারি, নাসির খানের কাপড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পাশাপাশি গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বান্দেরহাট বাজারের ব্যবসায়ী কাজী হানিফের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। হামলার ভয়ে বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পঙ্কজ দেবনাথের অনুসারী নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও ফখরুল ইসলাম উল্লেখ করেন। হিজলা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য অফেনূর বেগম বলেন, আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত ও নির্বাচিত জনপ্রতিনিধি। সেহেতু স্থানীয় দলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সাথে আমাদের ভাল সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। সেই কারণে সোমবার সকালে সদ্য মনোনয়ন পাওয়া শাম্মী আহম্মেদের অনুসারী মহসিন কবির, জসিম উদ্দিন ও আরিফ এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এ সময় তারা আমার ছেলে অন্তুকে মারধর করেছে। পাশাপাশি হুমকি দিয়েছে নির্বাচনের পর আমার ছেলে শান্তকে হাতুড়ি পেটা করে হাত ও পা গুঁড়িয়ে দেয়া হবে। অভিযোগ সম্পর্কে হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, দীর্ঘদিনের ক্ষোভের কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে বিষয়টি শোনার পর তাৎক্ষনিক সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, এ ধরনের কোনো ঘটনা যেন আর না ঘটে। কারণ সকলেই দলের লোক। তাদের নিয়ে কাজ করতে হবে। হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, এসব ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বাড়ির সামনের পাঁচটি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী শ্যামল দেবনাথ অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যার পর ১০/১৫ জনের একটি দল এসে তাকেসহ অপর ব্যবসায়ী রিপন ও অসীম দেবনাথ, সঞ্জয় দেবনাথ এবং শুভকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দোকানগুলো বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, সোমবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিল। তারা তথ্য জেনে চলে গেছেন। এখনও বন্ধ দোকানগুলো খোলা হয়নি। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ ইয়াসিনুল হক বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহম্মেদ বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেটা সবাইকে বলে দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে জানাতে বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ড. শাম্মী আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।