দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তার ঘনিষ্ঠ অনুসারীদের ফেসবুকে “খেলা হবে” বিক্ষুব্ধ পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গণে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অবশেষে মঙ্গলবার সকালে ওই পোস্টের প্রতিফলন ঘটেছে সাদিক আব্দুল্লাহর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম সংগ্রহের মধ্যদিয়ে। আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েও না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে ফরম সংগ্রহের তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের সিদ্ধান্ত পদ থাকলেও স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাদিক আব্দুল্লাহর প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন। নেতাকর্মীদের দাবি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সাদিক আব্দুল্লাহ। জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আগামী ৩০ নভেম্বর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন জমা দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, এরপূর্বে মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দফা বৈঠক করেছে। বিষয়টি নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে আলোচনার প্রাসঙ্গিক হয়ে উঠেছিলো, বরিশাল সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাদিক আব্দুল্লাহ ভোটযুদ্ধে যাবেন কী না। তা অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। মনোনয়ন বঞ্চিত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। তার (সাদিক) পিতা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থী। সূত্রমতে, বিগত সিটি নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার একমাত্র চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সাথে দলীয় মনোনয়ন যুদ্ধে পরাজিত হন। সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিজয়ের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ফলে সেই প্রতিদান দিতে এবং পারিবারিক দ্বন্ধ থাকায় সিটি মেয়র খোকন সেরনিয়াবাত তার কর্মী বাহিনী নিয়ে প্রকাশ্যে বরিশাল সদর আসনের বর্তমান এমপি জাহিদ ফারুক শামীমের পক্ষালম্বন করে মাঠে নেমেছেন। এমন পরিস্থিতিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীদের ‘খেলা হবে’ বিক্ষুব্ধ পোস্টে ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমনিতেই বরিশালের আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত। এরমধ্যে সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নৌকার বিরুদ্ধে সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিজ দলের বিরোধীয় দুইগ্রুপ আরো সক্রিয় হয়ে উঠবে। এতে করে বড়ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।