ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। যদিও শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন হয়। ভারত নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলে। একই অবস্থা তৈরি হচ্ছে পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ঘিরেও। সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত পরশু পাকিস্তান ক্রিকেটে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপের মতো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত সরকার পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে। এই শঙ্কা থেকে আগেভাগে আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পিসিবি। যদিও এমন শোনা যাচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে। এই তালিকায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। আবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে টুর্নামেন্টটি। জি নিউজ, ডিএনএ ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনই খবর দিয়েছে। ডিএনএ ইন্ডিয়া পিটিআই-এর বরাতে লিখেছে, ভারত আবারও পাকিস্তানে তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। তাই পিসিবি কর্মকর্তারা আইসিসির দ্বারস্থ হয়েছেন। তাঁরা আইসিসির কাছে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে যেন আইসিসি বিরত থাকে।