ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে মঙ্গলবার স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কোর চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ। এ মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের কাছ থেকে মতামত নেওয়ার পর তিনি একই দিন দুপুরে রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কাছে ফরিদপুর-৪ আসনের আ.লীগ মনোনীত নৌকা প্রতীকধারী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বলে জানা যায়।
এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইছাহাক মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন উপজেলা আ’লীগর যুগ্ন আহ্বায়ক ফকির মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল ও আহসানুল হক মামুন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠন নেতা মোঃ খোকন মোল্যা, মোঃ দেলোয়ার হোসেন মোল্যা, বোরহান উদ্দিন মোল্যা, বাবুল মোল্যা, শেখ আবুল খায়ের, মোকাদ্দাস মোল্যা, শামসুদ্দিন মোল্যা, মিজান শিকদার, সেলিম রেজা ও শওকত মোল্যা প্রমূখ।