কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতির ইউনিয়নের ছয়সূতির বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় কালভার্ট এর নিচে জুপ-জাড়ের ডুবার পাড়ে কাঁদা পানি হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কুলিয়ারচর থানার পুলিশ। গত বুধবার পুলিশ লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। পুলিশ জানায়, লাশটির শরীরের বিভিন্ন স্থান পঁচে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তবে অজ্ঞাত ব্যক্তির মুখে ও ডান হাতের আঙ্গুলের অগ্রভাগে ঘোড়ালী নেই। পুরুষ লিঙ্গ ও অন্ডকোষ নেই লাশটির। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ গোলাম মস্তুফা বলেন, স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়ে দেন।