দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কুড়িগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। দুপুরে কুড়িগ্রাম ১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদণ্ডএর কার্য়ালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভাইস চেয়ারম্যান ও রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান শিমু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী বেগমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।