বোদায় আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন

এফএনএস (লিহাজ উদ্দিন মানিক; বোদা, পঞ্চগড়) :  : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:২৬ এএম

পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বোদা এলএসডি গুদামে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া খান, ওসি এলএসডি রবিউল করিম সিদ্দিকী উপস্থিত ছিলেন। উপজেলা খ্াদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা গেছে, ৪৪ টাকা কেজি দরে ৭২৪ মেঃটঃ চাল ও ৩০ টাকা কেজি দরে ৯৬৩ মেঃট ধান সংগ্রহ করা হবে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW